ঢাকা, মঙ্গলবার, ৯ আশ্বিন ১৪৩১, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২০ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে দুর্গাপূজার এক সপ্তাহ আগে থেকে টহল জোরদার থাকবে

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
মৌলভীবাজারে দুর্গাপূজার এক সপ্তাহ আগে থেকে টহল জোরদার থাকবে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ে দুর্গাপূজা বিষয়ক সভা। বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে আসন্ন দুর্গাপূজা নিয়ে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।

 

সভায় বলা হয় যেকোনো মূল্যে পূজা উপলক্ষে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা হবে। জনগোষ্ঠীর পূজা যাতে নির্বিঘ্ন হয় সে ব্যবস্থাও করা হচ্ছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবিসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিএনপি, জামায়াত, খেলাফতে মজলিশ ও হেফাজতের নেতারাও উপস্থিত ছিলেন। পূজা উদযাপন কমিটির জেলা ও উপজেলা কমিটির সব সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়। এখানে জানানো হয়, মৌলভীবাজার জেলায় এ বছর ৯৯৩টি পূজা মণ্ডপে পূজা উদযাপন হবে।

সভায় সর্বসম্মতিক্রমে যেকোনো মূল্যে আইন-শৃঙ্খলা কঠোরভাবে রক্ষার সিদ্ধান্ত গৃহীত হয়। জেলার বিভিন্ন সীমান্তে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান ৪৬ বিজিবির সিইও লে. কর্নেল মিজানুর রহমান সিকদার।

মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর কমান্ডার লে. কর্নেল তাহমিদ আহমেদ বলেন, পূজার এক সপ্তাহ আগে থেকে সেনাবাহিনীর টহল জোরদার করা হবে।

জেলা প্রাশাসক বলেন, আইনশৃঙ্ঘলা বাহিনীর সব সদস্য মাঠে কাজ করবে। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মহসিন বলেন, যেকোনো মূল্যে গুজব রটনা ব্যাহত করতে কাজ করছে পুলিশ বাহিনীর একটি চৌকস দল। সভায় জেলা প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পূজার সময় লোডশেডিং না করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। পূজায় প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী রাখার কথাও বলা হয়।

উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম, পল্লি বিদ্যুৎ সমিতি মৌলভীবাজারের ডিজিএম মো. জিয়াউল হক, র‌্যাব-৯ শ্রীমঙ্গল খ্রাম্প কমান্ডার মাহমুদুল হোসাইন, পূজা উদযাপন জেলা কমিটির সম্পাদক মহিম দে সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
বিবিবি/আরএ                                  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।