ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
কক্সবাজার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

কক্সবাজার: কক্সবাজার শহরের দুই বাজার অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণসহ ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।

তিনি জানান, অভিযানে লাল দিঘির পাড়ের মিষ্টিবনে মেয়াদোত্তীর্ণ টকদই বেচার অপরাধে ১৫ হাজার টাকা, বড় বাজারের মেসার্স ভাই ভাই বাণিজ্যালয়কে দৃশ্যমান স্থানে সবজির মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে দুই হাজার টাকা, মেসার্স হুমায়ুন পোল্ট্রি ফার্মকে দৃশ্যমান স্থানে মুরগির মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে দুই হাজার টাকা,মেসার্স হোসেন অ্যান্ড ব্রাদার্সকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ডিম বিক্রি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া কেনা-বেচায় পাকা রশিদ পরিবীক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন ও তালিকা অনুযায়ী বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ওজনে কারচুপি, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মজুদ পরিস্থিতি বিষয়ে মনিটরিং করা হয়েছে।

অভিযানের সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং ভোক্তা-ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

অভিযানে কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফছাড়াও অন্যান্যদের মধ্যে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জহর লাল দাস উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।