ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিউইয়র্কে কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
নিউইয়র্কে কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদের বৈঠক

ঢাকা: নিউইয়র্কে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলির সঙ্গে বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকে দুই দেশের গভীর সম্পর্ক আরও গভীর করার বিষয় নিয়ে আলোচনা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২৪‌ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক ক‌রেন তৌ‌হিদ হোসেন ও মেলানি জোলি। বৈঠকে তারা দুই দেশের সম্পর্ক আরও গভীর ও অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের সমর্থন নিয়েও আলোচনা করেন।

অন্তর্বর্তী সরকার গঠ‌নের পর প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিল বাংলাদেশ। অধিবেশনে যোগ দেওয়ার পর সাইডলাইনে সিরিজ বৈঠক করছেন পররাষ্ট্র উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।