ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
নাটোরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু প্রতীকী ছবি

নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় পৃথক ঘটনায় মো. রাব্বি (১৯) নামে এক যুবক ও অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাব্বি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মারা যান আর মহাসড়কের পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে সিংড়া উপজেলার নিংগইন এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে এবং একই মহাসড়কের চৌগ্রাম এলাকার পাকা সড়কের ওপর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি হত্যা নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু তা বলতে পারেনি পুলিশ। সড়ক দুর্ঘটনায় নিহত রাব্বি রাজশাহীর পুঠিয়া এলাকার মো. ফরিদ উদ্দিনের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আকবর আলী বাংলানিউজকে জানান, প্রতিবেশী ছয় বন্ধুর সঙ্গে মোটরসাইকেল নিয়ে বগুড়ার বিভিন্ন এলাকায় ঘুরাঘুরি শেষে আজ সকালে বাড়ি ফিরছিলেন রাব্বি নামে ওই যুবক। পথে সিংড়া উপজেলার নিংগইন এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে পাশের ডোবার পানিতে পরে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন টের পেয়ে অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি ময়নাতদন্তসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিয়ে যান।

তিনি আরও জানান, সকালের দিকে স্থানীয় লোকজন নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকার পাকা সড়কে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তার পরনে লাল-বেগুনি প্রিন্টের ম্যাক্সি ছিল বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত ওই নারীর নাম-ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে। এটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে অনুসন্ধান চলছে বলে জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।