ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩১, ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২২ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

বুধবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ বৈঠক হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, নিউইয়র্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে সাক্ষাতে ন্যায়বিচার, স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এ সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বাংলাদেশ সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ও প্রচেষ্টার জন্য প্রধান উপদেষ্টাকে অভিবাদন জানান।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
এমইউএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।