ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারতে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
ভারতে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ

শেরপুর: বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটূক্তি এবং তার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শেরপুরের মুসল্লিরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জামিয়া সিদ্দিকিয়া মাদরাসা কর্তৃপক্ষ ও সর্বস্তরের মুসল্লিদের আয়োজনে জেলা শহরের তেরা বাজার জামিয়া সিদ্দিকিয়া মাদরাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করা হয়।

 

পরে মাদরাসা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, তেরা বাজার জামিয়া সিদ্দিকিয়া মসজিদের মুহতামিম মাওলানা সিদ্দীক আহমেদ, মাদরাসার শিক্ষা সচিব মো. হযরত আলী, ইমাম মাহবুবুল আলম প্রমুখ।  

এ সময় অন্যান্য মুসল্লিদের মধ্যে তেরা বাজার জামিয়া সিদ্দিকিয়া মাদরাসার আহ্বায়ক প্রভাষক মো. শফিউল আলম চানসহ জেলা শহরের বিভিন্ন সর্বস্তরের মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা ভারতের পুরোহিত এবং মহানবীকে (সা.) কটূক্তি করার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি তোলা হয়। সেই সঙ্গে সর্বস্তরের জনগণকে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান সমাবেশের বক্তারা।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।