ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে দুই মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিল স্থানীয়রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
বরিশালে দুই মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিল স্থানীয়রা

বরিশাল: বরিশালে যুব সমাজের উদ্যোগে এলাকায় পাহারা বসিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

জেলার গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ কটকস্থল গ্রামের চারঘাটা যুব সমাজের সদস্যরা মাদক ব্যবসায়ীদের ধরার জন্য পাহারা বসায়। এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী হীরা মাঝির সহযোগী কটকস্থল গ্রামের আজিজ সরদারের ছেলে মাদক ব্যবসায়ী সোহেল সরদার ও তারাকূপি গ্রামের সুনিল মণ্ডলের ছেলে শুভ মণ্ডলকে সাতশ’ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে আটকদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বাংলানিউজকে বলেন, আটকদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।