ঢাকা, সোমবার, ১৫ আশ্বিন ১৪৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেশের উন্নয়ন হলেও ন্যায্য হিস্যা পায়নি শ্রমিকরা: শ্বেতপত্র কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
দেশের উন্নয়ন হলেও ন্যায্য হিস্যা পায়নি শ্রমিকরা: শ্বেতপত্র কমিটি

ঢাকা: দেশের উন্নয়ন হলেও শ্রমিকরা ন্যায্য হিস্যা পায়নি। গত ১৫ বছরে কাজের পরিবেশ উন্নত হয়নি, মজুরি যথোপযুক্ত নয়, এমনকি তারা অধিকার আদায়ে আন্দোলনও করতে পারেনি।

শ্বেতপত্র প্রণয়ন কমিটির সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।  

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের নাজিয়া-সালমা হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।  

ড. দেবপ্রিয় বলেন, আমরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছি। গতকাল তরুণ ব্যবসায়ী উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছি। তাদের কী প্রত্যাশা বা কী অসুবিধা তারা নিজেদের মতামত দিয়েছেন। আজ বসলাম শ্রমিকদের সঙ্গে। তারা আমাদের জানিয়েছেন, বাংলাদেশে গত দশকে বা এর বেশি সময় ধরে যে উন্নতি হয়েছে এতে শ্রমিকরা ন্যায্য হিস্যা পায়নি। তারা বলেছেন বাংলাদেশে শ্রমিকদের যে মজুরি তা যথোপযুক্ত না। শ্রমিক কল্যাণে যেসব উদ্যোগ নেওয়া দরকার ছিল সেসব নেওয়া হয়নি। এছাড়া শ্রমিকদের পাওনা ছুটিও দেওয়া হতো না। আমরা এখন আমাদের অধিকার চাই। ন্যায্য হিস্যা চাই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সিলেট, রাজশাহী ও চট্টগ্রামে যাবো, টাউনহল মিটিং করবো। আমরা যারা এখানে সদস্য আছি আমাদের প্রত্যেকের গবেষণা আছে। কিন্তু আমরা একক কোনো সোর্সের ওপর নির্ভর করতে চাচ্ছি না। সবার সঙ্গে কথা বলে তারপর তিন মাসের মধ্যে একটি প্রতিবেদন দেওয়া হবে।

ড. দেবপ্রিয় বলেন, ইতোমধ্যে আমরা কোন সদস্য কী কাজ করবো সেসব বিষয়ে দায়িত্ব ভাগ করে নিয়েছি। তথ্য-উপাত্তের উপযুক্ততা নিরূপণ করা হয়েছে। এখন অনেক কিছুই লেখার কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।