ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তিন পার্বত্য জেলায় হচ্ছে না কঠিন চীবর দানোৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
তিন পার্বত্য জেলায় হচ্ছে না কঠিন চীবর দানোৎসব ভিক্ষুদের সংবাদ সম্মেলন

রাঙামাটি: পার্বত্য চট্টগ্রামের বিদ্যমান পরিস্থিতি ও নিরাপত্তাহীনতার শঙ্কায় এ বছর  তিন পার্বত্য (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) জেলায় বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দানোৎসব উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ।

রোববার (৬ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা শহরের মৈত্রী বৌদ্ধ বিহারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি ভদন্ত  শ্রদ্ধালংকার মহাথের।

সংবাদ সম্মেলনে শ্রদ্ধালংকার মহাথের লিখিত বক্তব্যে বলেছেন, গত ১৮-২০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতায় শতাধিক দোকানপাট ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন চারজন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দায়ক-দায়িকা ও ভিক্ষু সংঘের মধ্যে আলোচনাক্রমে চলতি বছরে কঠিন চীবর অনুষ্ঠান না করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তবে পাহাড়ের অন্যতম বৃহৎ বৌদ্ধ বিহার রাজবন বিহার ভিক্ষু সংঘ এ বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। রাজবন বিহার সূত্র জানিয়েছে, প্রবারণা পূর্ণিমার পর রাজবন বিহারসহ শাখা বিহারগুলোতে কঠিন চীবর দান উদযাপন প্রসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।