ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

এক হাজার এতিমকে খাওয়ানোর শর্তে স্টার কাবাবকে ক্ষমা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
এক হাজার এতিমকে খাওয়ানোর শর্তে স্টার কাবাবকে ক্ষমা

ঢাকা: কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় গ্রাহককে মারধরের ঘটনায় ক্ষমা চেয়েছেন রাজধানীর স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট। মঙ্গলবার (৮ অক্টোবর) রেস্টুরেস্টের পক্ষ থেকে সিইও এস এম মনিরুজ্জামান একটি প্রতিশ্রুতিনামা প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন।

 

প্রতিশ্রুতিনামায় বলা হয়েছে, ক্ষমাস্বরূপ এক হাজার এতিমকে এক বেলা খাওয়াবে স্টার কাবাব। এছাড়া গ্রাহক সালেহ মোহাম্মদ রশীদ অলককে প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় ও ক্ষতিপূরণ দেবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।

অলকের ক্ষমার শর্তস্বরূপ আগামী ১৫ অক্টোবরের মধ্যে এক হাজার এতিমকে এক বেলা উন্নত মানের খাবার পরিবেশনের প্রতিশ্রুতি দিয়েছে স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের কর্তৃপক্ষ।
 
এর আগে স্টার কাবাবের ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে তারা দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে ফের এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর প্রতিশ্রুতিও দিয়েছে রেস্টুরেন্টটি।

বিবৃতিতে তারা জানায়, ‘রোববার (৬ অক্টোবর) বিকেলে আমাদের বনানী স্টার কাবাবে একজন সম্মানিত কাস্টমারের (গ্রাহক) সঙ্গে একজন কর্মচারীর ভুল-বোঝাবুঝি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে উদ্ভূত অনভিপ্রেত ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত ও লজ্জিত। সেই সঙ্গে আমরা আমাদের এ সম্মানিত কাস্টমারের কাছে প্রাতিষ্ঠানিকভাবে ক্ষমাপ্রার্থী। ঘটনার প্রতিক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মচারীকে তাৎক্ষণিকভাবে শাস্তির আওতায় নিয়ে এসে তাকে বরখাস্ত করা হয়েছে। ’
 
রোববার (৬ অক্টোবর) রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় গ্রাহককে মারধর করে রক্তাক্ত করার ঘটনায় মামলা করেন ভুক্তভোগী সাংবাদিক সালেহ মোহাম্মদ রশিদ অলক।

এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।