ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিক তুরাব হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর, তদন্ত শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
সাংবাদিক তুরাব হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর, তদন্ত শুরু

সিলেট: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) স্থানান্তর করা হয়েছে।

তদন্তের দায়িত্ব পাওয়ার পর হত্যাকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বুধবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ মুরসালিনের নেতৃত্বে পিবিআই টিম নগরের কোর্ট পয়েন্টে ঘটনাস্থল পরিদর্শন করে।

এর আগে আদালতের নির্দেশে মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে মামলার নথিপত্র কোতোয়ালি থানা পুলিশ পিআইবিকে বুঝিয়ে দেয়।

বুধবার পরিদর্শনকালে মোহাম্মদ মুরসালিন সাংবাদিকদের বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পরপরই তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত তদন্তকাজ শেষ করার জোর প্রচেষ্টা চালাবো। তদন্তের অংশ হিসেবে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি, মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও ও সিসিটিভি ফুটেজ যাচাইসহ বিভিন্নভাবে তদন্ত কার্যক্রম চালাবো। দোষী যে বা যারাই হোক, প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করবে পিবিআই।

এ সময় সিলেটের সিনিয়র কয়েকজন সাংবাদিক ও তুরাবের সহকর্মীরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের তদন্তকাজ দ্রুত শেষ করার আশ্বাস প্রদান করে পিবিআই টিম।

১৯ জুলাই সিলেট মহানগরের বন্দরবাজারে কালেক্টরেট মসজিদের পাশে সড়কে পুলিশের গুলিতে গুরুতর আহত হন এটিএম তুরাব। ওইদিন সন্ধ্যায় নগরের ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু হয়। সদ্য বিবাহিত তুরাব দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও স্থানীয় দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ছিলেন।

ঘটনার এক মাস পর (১৯ আগস্ট) নিহতের ভাই আবুল আহসান মো. আজরফ (জাবুর) বাদী হয়ে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে প্রধান করে পুলিশ কর্মকর্তাসহ ১৮ জনের নামোল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।