ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ২

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  

শুক্রবার (১১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার কালিয়ানী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

 

আটক দুজনের বাড়ি বাংলাদেশে হলেও তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের জাতীয় পরিচয়পত্র।

আটক দুজন হলেন- জেলার কলারোয়া উপজেলার পশ্চিম খোরদো গ্রামের মৃত নরিম গাজীর ছেলে মো. আজিজুল গাজী (৪৫) ও তার স্ত্রী মোছা. শাহানারা খাতুন (৪২)।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে কালিয়ানি বিওপির একটি দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশকালে ওই দুজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেড় হাজার বাংলাদেশি টাকা, ২ হাজার ৪৫০ ভারতীয় রুপি, দুটি ভারতীয় এনআইডি কার্ড ও একটি ভারতীয় স্মার্টকার্ড জব্দ করা হয়।  

তিনি আরও জানান, আটকদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের ভারতে পারাপারে সহায়তার অভিযোগে দুই দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।