বেনাপোল (যশোর): বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে গত দুদিনে ৬৩৯ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করেছে ব্যবসায়ীরা। এতে করে কাঁচা মরিচের দাম কমবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে বেনাপোল বন্দর এলাকায় গেলে কাঁচা মরিচের চালান খালাস নিতে দেখা যায়।
বন্দর সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য পাঁচদিন বন্ধ ছিল। এ সময় দেশের বাজারে কাঁচা মরিচের দাম বেশ বেড়ে যায়। এতে করে দেশের ২৮টি আমদানিকারক প্রতিষ্ঠান গত দুদিনে ৩ কোটি ১৭ লাখ টাকা মূল্যের কাঁচা মরিচ আমদানি করেছে। যা প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা ও শুল্ক কর ৩৬ হাজার টাকা।
এছাড়া সোমবার (১৪ অক্টোবর) থেকে মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত পর্যন্ত ভারতীয় ৬৪ ট্রাক কাঁচা মরিচ এ বন্দর দিয়ে আমদানি করেছে ব্যবসায়ীরা। যা শুল্ক কর পরিশোধ করে খালাস নিয়েছে ব্যবসায়ীরা।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক সজিব নাজির জানান, গত দুদিনে বেনাপোল বন্দর দিয়ে ৬৩৯ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করেছে ব্যবসায়ীরা। এ কাঁচা মরিচ উচ্চ পচনশীল হওয়ায় কাঁচা মরিচের চালানগুলো দ্রুত খালাসের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এসআরএস