ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩১, ১৭ অক্টোবর ২০২৪, ১৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বিআরটিসির চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তার দাবিতে মানববন্ধন 

সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
বিআরটিসির চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তার দাবিতে মানববন্ধন 

ঢাকা: রাজধানীর মতিঝিল সড়ক ভবনের সামনে বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলামের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বিআরটিসি কর্মকর্তা-কর্মচারী ও শত শত ছাত্র-জনতার উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, বিগত স্বৈরাচার সরকারের আমলে ঘুষ, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ একতরফা লুটপাট করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম। এ সমস্ত দুর্নীতি করাতে বিআরটিসির বেশ কিছু সংখ্যক কর্মচারী ও কর্মকর্তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের দাবি, এই ধরনের কর্মকর্তা যদি এখনো সড়ক ভবনে কর্মরত থাকেন তাহলে দেশের সম্পদ বিআরটিসি আরও ক্ষতিগ্রস্ত হবে ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। রাষ্ট্রীয় সম্পদ বিলুপ্ত হবে।

তাই দেশ এবং জনগণের স্বার্থে বিআরটিসির চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানান বিআরটিসির ক্ষতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধন শেষে তারা মিছিল নিয়ে সড়ক ভবন থেকে জাতীয় প্রেসক্লাব চত্বরে এসে উপস্থিত হন।

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।