ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা, প্রাণ গেল পিকআপভ্যানের চালক-হেলপারের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা, প্রাণ গেল পিকআপভ্যানের চালক-হেলপারের

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে মহাসড়কে দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে প্রাণ গেল পিকআপভ্যানের চালক ও হেলপারের।  

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- রংপুর জেলার ঘোড়াঘাট গ্রামের মুক্তার হোসেনের ছেলে আশরাফুল (২৩) ও মোহাম্মদ আলীর ছেলে রনি (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরবঙ্গগামী পণ্যবাহী একটি ট্রাকের টায়ার পাংচার হলে চালক সীমান্তবাজার এলাকায় থামিয়ে চাকা পরিবর্তন করছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপভ্যান ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপটির চালক ও হেলপার।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, সীমান্ত বাজার এলাকায় ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে পিকআপভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ট্রাক ও পিকআপভ্যানটি জব্দ করা হলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।