ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস, প্রাণ গেল শিবিরের সাবেক নেতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস, প্রাণ গেল শিবিরের সাবেক নেতার 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় নজরুল ইসলাম (৩৩) নামে এক ছাত্রশিবিরের সাবেক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার পাবনা-নগরবাড়ী মহাসড়কের বালশাবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নজরুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাহজাদপুর উপজেলা শাখার সাবেক সেক্রেটারি ছিলেন। তিনি শাহজাদপুর উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, সকাল ১০টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস বালশাবাড়ি এলাকায় পৌঁছালে ব্যাটারি চালিত একটি ইজিবাইক সামনে এসে পড়ে। এসময় ইজিবাইকটির সঙ্গে হালকা ধাক্কা লেগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশের দোকানের ভেতরে ঢুকে পড়ে। এ ঘটনায় ওই দোকানের সামনে মোটরসাইকেলে বসে থাকা নজরুল ইসলাম বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় দোকানে বসে থাকা একজন ও ইজিবাইক চালক আহত হয়েছেন। তাদের উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

খবর পেয়ে ঘটানাস্থলে পৌঁছে বাসটিকে জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।