ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে অস্ত্রসহ গ্রেপ্তার ৪ ডাকাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
রাজধানীতে অস্ত্রসহ গ্রেপ্তার ৪ ডাকাত

ঢাকা: রাজধানীর মিরপুরের দারুস সালাম থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (১৮ অক্টোবর) ভোরে দারুস সালাম থানার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন সিটি কলোনিতে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. সাজ্জাদ হোসেন (২৮), মো. সবুজ মিয়া (২০), মো. কাউছার (২৬) ও মো. ওসমান গণি (২৫)। এ সময় তাদের কাছ থেকে আটটি চাকু, পাঁচটি রামদা, চারটি হাসুয়া ও একটি প্লাস্টিকের ব্যাগ জব্দ করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গোপন খবর পেয়ে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ওই চারজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দারুস সালাম থানায় গ্রেপ্তার চারজনসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে ডাকাতির একটি মামলা হয়েছে।

গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
এমএমআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।