ঢাকা, মঙ্গলবার, ৬ কার্তিক ১৪৩১, ২২ অক্টোবর ২০২৪, ১৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রতিকূল পরিস্থিতিতে আনসার সদস্যরা দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
প্রতিকূল পরিস্থিতিতে আনসার সদস্যরা দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রাজশাহী: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে প্রতিকূল পরিস্থিতিতে পড়েছিল, আনসার সদস্যরা তখন তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। ওই সময় তারা দূতাবাস, বিমানবন্দর ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সেজন্য নিঃসন্দেহে তারাও প্রশংসা পাওয়ার যোগ্য।

উপদেষ্টা রোববার (২০ অক্টোবর) সকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটায় অবস্থিত আনসার-১৯ ব্যাটালিয়ন পরিদর্শনে যান। এরপর কর্মকর্তাদের জন্য আয়োজিত দরবারে বক্তৃতাকালে এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অঙ্গীভূত আনসারদের বিভিন্ন সমস্যার সমাধান করা হয়েছে। এখন ব্যাটালিয়ন ও অঙ্গীভূত আনসার সদস্যরা উভয়েই তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।  কেবল এখনই নয়, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে হবে। ভবিষ্যতে তাদের ওপর অর্পিত দায়িত্ব আরও ভালোভাবে পালন করতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন খুব সন্তোষজনক না হলেও উন্নতির দিকে রয়েছে। পরিস্থিতির আরও উন্নতির অবকাশ রয়েছে। আর সেখানে আনসার বাহিনীরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

এ সময় দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চালে অর্থাৎ কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতে সংঘটিত সাম্প্রতিক বন্যা এবং চলমান ময়মনসিংহ ও শেরপুরের বন্যা পরিস্থিতির কারণ উল্লেখ করেন।

কুমিল্লা অন্যতম বৃহৎ সবজি উৎপাদনকারী জেলা হওয়ায় সেখানকার বন্যা এর ওপর প্রভাব ফেলেছে। সেখানে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজির দাম বেড়েছে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজশাহী মহানগরীর নওহাটা ও খড়খড়ি এলাকার কাঁচাবাজার পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন দ্রব্যমূল্যের খোঁজখবর নেন। বাজারে যাতে সিন্ডিকেট ও চাঁদাবাজি না থাকে, সেই ব্যাপারে তিনি উপস্থিত ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ দেন।

তাছাড়া কেউ চাঁদাবাজি করলে তৎক্ষণাৎ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরামর্শ দেন।

এ সময় উপদেষ্টা আমচত্বরে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আঞ্চলিক সার সংরক্ষণাগারও পরিদর্শন করেন।

এছাড়া স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আধীনে থাকা সরমংলা প্রকল্প পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে উপদেষ্টা বরেন্দ্র অঞ্চলের ফসল উৎপাদনে কৃষকদের লাভ-লোকসানের বিষয়টি খতিয়ে দেখেন এবং কৃষকদের বিভিন্ন সমস্যার কথা জানতে চান।

গোদাগাড়ী উপজেলার সরমংলা খাড়ি পরিদর্শনের পর উপদেষ্টা ডাবল লিফটিং পদ্ধতিতে সরমংলা খাড়ি থেকে ভূ-পরিস্থ পানির মাধ্যমে সেচ কার্যক্রম পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।