ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ব্যাংকে মিলল কর্মকর্তার মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
রাঙামাটিতে ব্যাংকে মিলল কর্মকর্তার মরদেহ মো. রফিকুল ইসলাম

রাঙামাটি: রাঙামাটিতে একটি ব্যাংক ভবন থেকে মো. রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, রফিকুল ইসলাম সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি জেলা শহরের নিউ কোর্ট বিল্ডিং শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার। তার বাড়ি রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নে। চাকরির সুবাদে তিনি ব্যাংক ভবনের চতুর্থ তলার একটি রুমে থাকতেন। তিনি প্রায় দেড় বছর ধরে এই শাখায় কর্মরত ছিলেন।  

ব্যাংকটির ওই শাখার প্রিন্সিপাল অফিসার মো. শাহাদুল্লাহ বলেন, বিকেলের দিকে আমরা তার মরদেহ ঝুলে থাকার খবর পাই। পরে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি পরিবারকেও অবগত করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।