ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফায়ার সার্ভিস পেলো ৪ ওয়াটার রেসকিউ বোট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
ফায়ার সার্ভিস পেলো ৪ ওয়াটার রেসকিউ বোট

ঢাকা: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চারটি ওয়াটার রেসকিউ বোট দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।  

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে বোট নির্মাতা প্রতিষ্ঠান গোল্ডেন ফাইবার গ্লাস (বোট ইয়ার্ড), বন্দর, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত ‘হ্যান্ডওভার সিরোমনি অফ ফোর সার্চ অ্যান্ড রেসকিউ উক্যুইপমেন্ট (রেসকিউ বোট)’ অনুষ্ঠানে ডিএনসিসির আরবান রেজিয়েলেন্স প্রজেক্টের (ইউআরপি) পক্ষে প্রকল্প পরিচালক আরিফুর রহমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের পক্ষে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ সরঞ্জাম হস্তান্তর করেন।



অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (অপারেশন) ফরিদ আহাম্মদ চৌধুরী, ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের জোন কমান্ডার ফখর উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কারিগরি কারখানার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোতাহার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ঢাকা উত্তর সিটি করেপোরেশন ইউআরপি প্রকল্পের আওতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিভিন্ন ধরনের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জাম দিয়েছে। এর ধারাবাহিকতায় আজ চারটি ওয়াটার রেসকিউ বোট দিলো। তিনি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে এজন্য আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, হস্তান্তর করা সরঞ্জামের মধ্যে চারটি ওয়াটার রেসকিউ বোট ও আনুষঙ্গিক সরঞ্জাম, যা নদীপথে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়াবে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, অক্টোবর ২২,২০২৪
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।