ঢাকা, বুধবার, ৭ কার্তিক ১৪৩১, ২৩ অক্টোবর ২০২৪, ১৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় দুই আওয়ামী নেতা গ্রেপ্তার

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় দুই আওয়ামী নেতা গ্রেপ্তার

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হত্যা মামলার আসামি দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

বুধবার (২৩ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার জালিস মাহমুদ খাঁন।

এর আগে গতকাল রাতে সাভার মডেল থানার ব্যাংক কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতারা হলেন- ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান (৫৪) ও কুল্লা ইউনিয়নের সাবেক আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান (৪৫)। তাদের দুই জনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগসহ হত্যা মামলা রয়েছে।

র‍্যাব জানায়, গতকাল রাতে সাভারের ব্যাংক কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হত্যা মামলার আসামি লুৎফর রহমান (৫৪) ও হাফিজুর রহমান (৪৫) কে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৫ আগস্ট তাদের নেতৃত্বে নিরীহ ছাত্র-জনতার উপর প্রকাশে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। এ ঘটনায় ধামরাই পৌরসভা এলাকায় বেশ কয়েকজন ছাত্র-জনতার মৃত্যু হয়। নিহত ছাত্র-জনতার পরিবারের সদস্যরা বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করে। সেই হত্যা মামলা দায়ের পর থেকে কারা সাভারের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে। তাদের বিরুদ্ধে দলীয় প্রভাব বিস্তার করে সস্ত্রাসী, চাঁদাবাজি ও ভূমি দখলসহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ রয়েছে।

সিপিসি-২, র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার জালিস মাহমুদ খান জানান, গ্রেপ্তার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিগত ১৫ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে প্রভাব বিস্তার করে আন্দোলন প্রতিহত করার চেষ্টা করেছে বলে স্বীকার করেছেন। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।