ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টিকাটুলিতে বুথের নিরাপত্তাকর্মী ওপর হামলা, টাকা ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
টিকাটুলিতে বুথের নিরাপত্তাকর্মী ওপর হামলা, টাকা ছিনতাই

ঢাকা: রাজধানীর টিকাটুলি এলাকায় একটি ব্যাংকের বুথের ভেতর নিরাপত্তাকর্মীকে শাবল দিয়ে আঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত নিরাপত্তাকর্মী আব্দুল হাকিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এ নিশ্চিত করে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) দিনগত রাত আড়াইটা থেকে পৌনে ৩টার মধ্যে টিকাটুলি দেলোয়ার কমপ্লেক্সের পাশে যমুনা ব্যাংকের এটিএম বুথে এ ঘটনা ঘটে।

আহত আব্দুল হাকিমের ছেলে আল মুমিন জানান, তাদের বাসা দক্ষিণ গোলাপবাগ। তার বাবা আগে গাড়ি চালালেও গত তিন মাস আগে যমুনা ব্যাংকের এটিএম বুথে সিকিউরিটি গার্ডের চাকরি নেন। গতরাতে বুথের ভেতরে বসে তসবি পড়ছিলেন তিনি। এ সময় ছিনতাইকারীরা শাবল হাতে বুথের ভেতরে ঢুকে প্রথমেই তার বাবার মাথায় আঘাত করেন। আঘাত ফেরাতে গেলে তার হাতেও গুরুতর জখম হয়। এ সময় আরেক ছিনতাইকারী বাইরে দাঁড়িয়ে ছিলেন। পরে তারা বুথের মেশিন ভাঙার চেষ্টা করে। সিসিটিভি ক্যামেরা দেখে বুথের লাইট বন্ধ করে পরে তারা পালিয়ে যান।

তিনি জানান, পরবর্তীতে পাশের একটি বুথের সিকিউরিটি গার্ডের মাধ্যমে খবর পেয়ে রাতেই তার বাবাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা তাকে জানিয়েছেন, তার বাবার মাথায় অনেক সেলাই লেগেছে এবং হাতের আঙুলে আরও পাঁচটি সেলাই করা হয়েছে। তবে চিকিৎসা শেষে তাকে বাসায় নেওয়া হয়েছে।

আল মুমিন আরও জানান, বাজার করার জন্য তার বাবার পকেটে তিন হাজার ১৪০ টাকা ছিল। সেই টাকা তারা ছিনিয়ে নিয়েছে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়সাল আহমেদ জানান, গতরাতে টিটাটুলির ওই এটিএম বুথের সামনে এক মাদকাসক্ত যুবক রড দিয়ে নিরাপত্তাকর্মীর মাথায় আঘাত করেন এবং তার পকেটে থাকা কিছু টাকা ছিনিয়ে নিয়ে যান। পরে আহত ওই নিরাপত্তাকর্মী ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে সকালে থানা এসে একটি অভিযোগ দায়ের করেছেন। তবে এটিএম বুথে লুট বা ডাকাতির কোনো ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।