ঢাকা, শুক্রবার, ৯ কার্তিক ১৪৩১, ২৫ অক্টোবর ২০২৪, ২১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

২২ ঘণ্টা পর বরিশালে লঞ্চ চলাচল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
২২ ঘণ্টা পর বরিশালে লঞ্চ চলাচল শুরু

বরিশাল: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাব কমে আসায় টানা ২২ ঘণ্টা পর বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের শুরু হয়েছে। এতে দুর্ভোগ কমেছে যাত্রীদের।

শুক্রবার (২৫ অক্টোবর) বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক রিয়াদ হোসেন এ তথ্য জানিয়েছেন।  

এদিকে ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায়  বরিশাল জেলার ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল। এছাড়া ত্রাণকাজ পরিচালনার জন্য ১২ লাখ ২৬ হাজার টাকা নগদ অর্থ, শিশু খাদ্যের জন্য ৫ লাখ এবং গো খাদ্যের জন্য ৫ লাখ টাকা রাখা হয়। মজুদ রাখা হয়েছে ৫৬৯ মেট্রিক টন চাল।

আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬৩ মিলিটারি বৃষ্টি হয়েছে।  

নদীবন্দরে ২ নম্বর থেকে ১ নম্বর সংকেতে নামিয়ে আনা হয়েছে। তবে পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।  

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
এমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।