ঢাকা, বৃহস্পতিবার, ৮ কার্তিক ১৪৩১, ২৪ অক্টোবর ২০২৪, ২০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শেরেবাংলা নগরে সশস্ত্র ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
শেরেবাংলা নগরে সশস্ত্র ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর থেকে সশস্ত্র ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিএমপির শেরেবাংলা নগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. অমিত হাসান (২৫) ও মো. রুবেল বিশ্বাস (৩৬)।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার রাতে শেরেবাংলা নগরের গণভবন উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১টি সুইচ গিয়ার চাকু ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শেরেবাংলা নগর থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে কয়েকজন লোক ধারালো অস্ত্রশস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছে; এমন সংবাদ পেয়ে তৎক্ষণাৎ সেখানে অভিযান চালিয়ে তাদের দুইজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানার একটি টিম। এ সময় তাদের সঙ্গে থাকা অন্য দুইজন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত অমিত হাসান ও রুবেল বিশ্বাস এবং পলাতক অপর সদস্যদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় গতকাল একটি মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা সশস্ত্র ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগর এলাকাসহ ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন যানবাহন, রিকশা ও মোটর সাইকেলের যাত্রীদের থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ মালামাল ছিনতাই করে আসছে। বুধবারও তারা  উক্ত শেরেবাংলা নগরের গণভবন উচ্চ বিদ্যালয় এলাকায় সমবেত হয়ে ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছিল।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।