ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে নদীতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
সিরাজগঞ্জে নদীতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে জিহাদ (১৫) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।  

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে যমুনা নদীর ক্রসবার-৩ এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।

তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।  

জিহাদ পৌর এলাকার হোসেনপুর বাগানবাড়ি মহল্লার জুয়েলের একমাত্র ছেলে এবং সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান রনি জানান, বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে গোসলে নেমেছিল জিহাদ। গোসলের এক পর্যায়ে নদীর স্রোতে নিখোঁজ হয় সে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি।  

পরবর্তীতে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। সন্ধ্যা সোয়া ৫টা পর্যন্তও তার সন্ধান পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।