ঢাকা, রবিবার, ১১ কার্তিক ১৪৩১, ২৭ অক্টোবর ২০২৪, ২৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সড়ক দখলমুক্ত করতে মোহাম্মদপুরে ডিএমপির বিশেষ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
সড়ক দখলমুক্ত করতে মোহাম্মদপুরে ডিএমপির বিশেষ অভিযান

ঢাকা: ফুটপাত দখলের পর সড়ক গিলতে শুরু করেছে বিভিন্ন অবৈধ দোকান। যান চলাচলের রাস্তার অর্ধেক জুড়ে চেয়ার-টেবিল পেতে চলছে চা, বিস্কুট, বার্গারসহ নানা খাবার বিক্রি।

যেখানে-সেখানে রাস্তার ওপরেই ভাসমান দোকান বসিয়ে চলছে পোশাকসহ বিভিন্ন পণ্য বিক্রি। এতে যান চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ফুটপাতে হাঁটতে হিমশিম খেতে হচ্ছে পথচারীদের।

এমন পরিস্থিতিতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসন এবং পথচারীদের স্বচ্ছন্দে চলাচল নিশ্চিতে রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগ।

শনিবার (২৬ অক্টোবর) মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে পিসি কালচার হাউজিং; সূচনা কমিউনিটি সেন্টার থেকে শিয়া মসজিদ পর্যন্ত ফুটপাত ও সড়কে স্থাপিত স্থায়ী-ভাসমান অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয়। ট্রাফিক পক্ষ-২০২৪ উপলক্ষে মোহাম্মদপুর ট্রাফিক জোন এ কার্যক্রম চালায়।

বিষয়টি রাতে গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, রাস্তা দুটিতে বিভিন্ন স্থায়ী ও ভাসমান হকার; অবৈধ পার্কিংয়ের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছিল ও যানজট সৃষ্টি হচ্ছিল। তাই এই রাস্তা দুটিতে বিশেষ অভিযান পরিচালনা করে স্থায়ী-ভাসমান অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয়। অবৈধ গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। বিশেষ অভিযান পরিচালনার কারণে এই এলাকায় সৃষ্ট যানজট অনেকাংশে লাঘব করা সম্ভব হবে ও পথচারীরা স্বচ্ছন্দে চলাচল করতে পারবে।

মোহাম্মদপুর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে অভিযানে এ জোনের সব স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ সিভিল ট্রাফিক নেটওয়ার্কের সদস্যরা ও অন্যান্য শিক্ষার্থীরা অভিযানে সহযোগিতা করে।

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এসসি/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।