ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের হয়রানিমূলক মামলার তথ্য-প্রমাণ চেয়েছে মন্ত্রণালয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
সাংবাদিকদের হয়রানিমূলক মামলার তথ্য-প্রমাণ চেয়েছে মন্ত্রণালয়

ঢাকা: গত ১ জুলাই ২০২৪ পরবর্তী সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলার তথ্য-প্রমাণ পাঠানোর অনুরোধ করেছে তথ্য মন্ত্রণালয়।

রোববার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য চেয়েছে তথ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গঠিত কমিটির প্রথম সভার সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হওয়ায় এ প্রেস রিলিজ জারি করা হচ্ছে।  

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভুক্তভোগী সাংবাদিকদের নাম, পদবি ও সংবাদমাধ্যমের নাম/ঠিকানা, মামলার নম্বর ও তারিখ, মামলা দায়েরের স্থান, মামলার সংক্ষিপ্ত স্থান বিবরণ, মামলার বর্তমান অবস্থা, অভিযুক্তের হাল (গ্রেপ্তার/জামিন) ও মন্তব্য ছক আকারে তথ্য পাঠাতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিকার প্রত্যাশী সাংবাদিকরা ব্যক্তিগতভাবে/সম্পাদকের সুপারিশসহ ই-মেইল press1@moi.gov.bd এ তাদের আবেদন পিডিএফ আকারে পাঠাতে পারবেন।

(ক) সাংবাদিকতার প্রত্যয়ন/প্রমাণ/গ্রহণযোগ্য প্রমাণপত্র একসঙ্গে সংযুক্ত করতে হবে।

(খ) সাংবাদিক বলতে Press Council Act, 1974 এর Section 2(g) এ বর্ণিত সংবাদকর্মীদের বোঝাবে। অডিও-ভিজুয়াল এবং ডিজিটাল/অনলাইন মিডিয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন, বিধিতে (যদি থাকে) বর্ণিত সংজ্ঞা প্রযোজ্য হবে অথবা পূর্বোক্ত আইনের সংজ্ঞা প্রযোজ্য হবে।

(গ) সাংবাদিকদের পেশাগত দায়িত্বের বাইরে ব্যক্তিগত দায় রয়েছে এমন কোনো মামলার তথ্য পাঠানো যাবে না।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।