ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দীর্ঘ ১৫ বছর পর নড়াইল সদর থানা বিএনপির কাউন্সিল

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
দীর্ঘ ১৫ বছর পর নড়াইল সদর থানা বিএনপির কাউন্সিল

নড়াইল: দীর্ঘ ১৫ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইল সদর থানা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (২৭ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কাউন্সিলরদের গোপন ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

  

পরে সন্ধ্যার দিকে ফল গণনা শেষে নির্বাচন কমিশন সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক পদে মুজাহিদুর রহমান পলাশ এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. কামরুল ইসলামকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন।

নির্বাচনে ৭৮১ জন ভোটারের মধ্যে ৭৫৮ জন ভোটার ভোট দেন। নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন খুলনা বিভাগীয় বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দম ইসলাম অমিত এবং সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

দলীয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত এই তিন খুব দ্রুত ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবেন। সদর থানা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে তিনজন, ও সাধারণ সম্পাদক পদে সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সাংগঠনিক সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন।

২০০৮ সালে সম্মেলনের মাধ্যমে সর্বশেষ সদর থানা বিএনপির কমিটি গঠিত হয়। এরপর ২০২১ সালের ১৮ মে সম্মেলন ছাড়াই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।  

সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপি নেতা সাবেক জিপি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল।  

নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, নড়াইলের সাতটি ইউনিটের সম্মেলনের পর আগামী নভেম্বর মাসের মধ্যেই জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আশা করছি।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।