ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোলাপগঞ্জে ইয়াবার চালানসহ আটক ২ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
গোলাপগঞ্জে ইয়াবার চালানসহ আটক ২ 

সিলেট: সিলেটে গোলাপগঞ্জে ৬ হাজার ১৬০ পিসের  ইয়াবা’র চালানসহ জড়িত দুইজনকে আটক করা হয়েছে।  

সোমবার (২৮ অক্টোবর) উপজেলার দাড়িপাতন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

 

আটককৃতরা হলেন, সিলেটের জকিগঞ্জ থানার পিরেরচর এলাকার মৃত ইলিয়াছ আলীর ছেলে মাখন মিয়া (৪৫) এবং একই উপজেলার গোটারগ্রামের মৃত মোতাহের আলীর সাবুল আহমদ (৪০)।  

সোমবার (২৮ অক্টোবর) র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরক্রমে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব।  

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।