ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গুলিস্তান থেকে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
গুলিস্তান থেকে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর গুলিস্তানে নিজের দোকান থেকে গ্রেপ্তার হয়েছেন মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তফা গাজী। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যার মামলা রয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের দ্বিতীয় তলায় থাকা মোস্তফার ইলেক্ট্রনিক দোকান থেকে তাকে প্রথমে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাকে বংশাল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বাংলানিউজকে বলেন, মোস্তফা গাজীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যার মামলা রয়েছে। মুন্সীগঞ্জ থানার রিকোজিশনে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থীরা সুন্দরবন স্কয়ার মার্কেটের দ্বিতীয় তলায় মোস্তফা গাজীর দোকানের খোঁজ পান। পরে সেখানে গিয়ে তারা তাকে আটক করেন। এ খবর জানালে বংশাল থানা পুলিশ এসে মোস্তফা গাজীকে গ্রেপ্তার করে।

শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থী মো. শাকিল বাংলানিউজকে বলেন, ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র হত্যার মামলা রয়েছে। আমরা খোঁজ পেয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। তাকে কোনো ধরনের মারধর করা হয়নি।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এসসি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।