ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে মাদক বিক্রেতার কাছে মিলল বিদেশি রিভলবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
ঈশ্বরদীতে মাদক বিক্রেতার কাছে মিলল বিদেশি রিভলবার

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ সাহাবুর হোসেন (৪১) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনার খ ঈশ্বরদী সার্কেলের একটি দল।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কলপাড়া থেকে তাকে আটক করা হয়।

 

আটক সাহাবুর একই এলাকার আমির হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার খ ঈশ্বরদী  সার্কেলের পরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সাহাবুর মাদক বিক্রির আড়ালে অস্ত্র ব্যবসা করে আসছিলেন। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে তার বাড়িতে অভিযান  চালানো হয়। এসময় তার ঘরে ২০ গ্রাম গাঁজা, একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অস্ত্র আইনে সাহাবুরের নামে ঈশ্বরদী থানায় মামলা করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা খ সার্কেল ঈশ্বরদীর উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান।  

মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।