ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিদার হত্যা মামলা: গোপালগঞ্জ সদর থানা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
দিদার হত্যা মামলা: গোপালগঞ্জ সদর থানা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

গোপালগঞ্জ: গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার আসামি সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা সদরের এলজিইডি অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপান সংবাদের ভিত্তিতে তাকে জেলা সদরের এলজিইডি অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন। এই মামলায় গ্রেপ্তার সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদারকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।