ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুলিশে চাকরির আশ্বাসে টাকা লেনদেন, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
পুলিশে চাকরির আশ্বাসে টাকা লেনদেন, আটক ১

জামালপুর: জামালপুরে পুলিশ কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেবে আশ্বাস দিয়ে টাকা লেনদেনের করার ঘটনায় আবুল হায়াত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ-১।  

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ লাইন্সের গেট থেকে তাকে আটক করা হয়।

 

গ্রেপ্তার আবুল হায়াত শেরপুর জেলার শ্রীবর্দি থানার চিতলিয়া পাড়া গ্রামের মৃত মলুম উদ্দিন এর ছেলে। প্রতারক চক্রের সদস্য তিনি  

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ-১ এর অফিসার ইনচার্জ নাজমুস সাকিব।  

তিনি বলেন, পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার সময় জেলা পুলিশ লাইন্স-এর সামনে গোপন সংবাদের ভিত্তিতে আবুল হায়াতকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কনস্টেবল পদে চাকরি নিয়ে দেওয়ার কথা বলে একাধিক প্রার্থীর সঙ্গে টাকা লেনদেনের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।