ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গা হয়ে দুই ট্রেন চলাচল প্রত্যাহার, প্রতিবাদে ট্রেন আটকে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
চুয়াডাঙ্গা হয়ে দুই ট্রেন চলাচল প্রত্যাহার, প্রতিবাদে ট্রেন আটকে বিক্ষোভ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা হয়ে চলাচলকারী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন প্রত্যাহারের প্রতিবাদে ট্রেন আটকে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন চুয়াডাঙ্গাবাসী।  

সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনটি আটকে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে সাকিবের নেতৃত্বে তারা রেলস্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেন।

বিক্ষোভের সময় ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনটি ১০ মিনিট আটকে রাখা হয়। এরপর দুপুর ১২টা ১০ মিনিটের দিকে বিক্ষোভকারীরা রেললাইন থেকে সরে গেলে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

বিক্ষোভকারীরা বলেন, খুলনা থেকে ঢাকাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ এবং বেনাপোল থেকে ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ আগামী ১৫ নভেম্বর থেকে অন্য রুটে চলাচল করবে। এই দুটি ট্রেন থেকে আশপাশের কয়েকটি জেলার মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হবে। তারা দাবি করেন, অবিলম্বে এই রুটে দুটি ট্রেন সরিয়ে অন্যরুটে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হোক।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, এখনও রুট পরিবর্তনের বিষয়ে কোনো নির্দেশনা তাদের কাছে আসেনি। তিনি বলেন, ‘রেল মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে আমাদের কোনো লিখিত বা মৌখিক নির্দেশনা জানানো হয়নি।

চুয়াডাঙ্গা দিয়ে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে স্থানীয় মানুষের জন্য ঢাকায় যাতায়াতের সুবিধার কারণে এ সিদ্ধান্ত বাতিলের দাবি চুয়াডাঙ্গা জেলাবাসীর।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪ 
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।