ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

ঢাকা: রাজধানীর দক্ষিণখান এলাকায় মেয়েকে স্কুলে দিয়ে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় সালমা আক্তার (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁিড়ির (ইনচার্জ) উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে দক্ষিণখান জয়নাল মার্কেট সংলগ্ন রেললাইনে ১১ সিন্ধু নামে একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে সালমা আক্তার মারা যায়। নিহত সালমা স্বামী-সন্তানকে নিয়ে ওই এলাকায় থাকতেন। তার স্বামীর নাম শহিদুল ইসলাম। সালমা আগে বাংলাদেশ মেডিকেলের স্টাফ ছিলেন।  

প্রাথমিকভাবে জানা গেছে, সালমা তার মেয়েকে স্থানীয় একটি স্কুলে দিয়ে বাসায় ফেরার পথে জয়নাল মার্কেট এলাকায় রেললাইনে ট্রেন ধাক্কায় মারা যায়। মরদেহ পুলিশ হেফাজতে আছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।