ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় জমি নিয়ে বিরোধে প্রাণ গেল কৃষকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
বগুড়ায় জমি নিয়ে বিরোধে প্রাণ গেল কৃষকের

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মুকুল মণ্ডল (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সকালে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত মুকুল ওই গ্রামের আব্দুল বাছেদ মণ্ডলের ছেলে।

জানা গেছে, মুকুল মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের আনোয়ারুল ইসলাম মাস্টারের জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার দিন সকাল ৮টায় দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে হঠাৎ করেই আনোয়ারুল ইসলাম, তার ভাই ভাতিজাসহ ছয় থেকে সাতজনের একটি দল মুকুলের বাড়িতে হামলা চালায়। এ সময় মুকুল ও তার বাবা আব্দুল বাছেদ, ভাই আব্দুল মোমিন এবং মাসহ চারজনকে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যান। পরে গ্রামবাসী আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মুকুলের মৃত্যু হয়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
কেইউএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।