ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক ফাঁসির আসামি গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক ফাঁসির আসামি গ্রেপ্তার

ঢাকা: কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আবুল হোসেনকে (৫১) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ ও র‌্যাব-১৪ এর সদস্যরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানিক দল নেত্রকোনা সদর থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত সুফিয়া খাতুন (৩৫) হত্যা মামলায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আবুল হোসেনকে নেত্রকোনার সদর থানা শ্রীধরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  

তিনি আরও জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি কিছুটা ভেঙে পড়লে সেই সুযোগ কাজে লাগিয়ে আবুল হোসেন কারাগারে অবস্থানরত অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশে কাশিমপুর কারাগারের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করে জেল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় জেল কর্তৃপক্ষ বাদী হয়ে কোনাবাড়ী থানায় মামলা দায়ের করে। আবুল হোসেনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।