সিলেট: সিলেটে শুল্ক ফাঁকি দিয়ে আনা ছয়টি ট্রাকে ৬৯০ বস্তায় ৩৩ হাজার ৮৯০ কেজি ভারতীয় চিনি ও ৬০ কেজি জিরা আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ঘটনায় একজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।
বুধবার (৬ নভেম্বর) সিলেট-এয়ারপোর্ট সড়কের মালনীছড়া চা-বাগান এলাকায় চেকপোস্ট বসিয়ে ছয়টি ট্রাকে চিনির চালান আটক করা হয়। এরপর দুপুর ১২টা পর্যন্ত ছয়টি ট্রাকের চিনির বস্তা গণনা করা হয়।
পুলিশ জানায়, সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট থেকে চোরাই চিনি আসার খবর জানতে পারে মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর ইন্সপেক্টর রাসুল সান্দানি আজাদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের সদস্যরা মালনীছড়া চা বাগান এলাকায় চৌকি বসিয়ে তল্লাশি চলায়। এ সময় একে একে ছয়টি ট্রাকে চিনির চালান আটক করা হয়। ট্রাকগুলোতে ১১৭, ১০৮, ১১৫, ১১৪, ১১৮ ও আরেকটিতে ১১৮ বস্তা চিনি ও ৬০ কেজি জিরা জব্দ করা হয়। যার বাজার মূল্য ৪০ লাখ ৫৭ হাজার ২০০ টাকা উল্লেখ করা হয়। ওই চিনির মালিক হোসেন আহমদ নামে এক ব্যক্তি বলে জানিয়েছে পুলিশ।
এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ছয়টি ট্রাকে ভোরে চিনির চালান আটক করা হলেও গণনা করতে দুপুর হয়ে যায়। তবে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। চোরাই চিনির চালান আটকের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
এনইউ/জেএইচ