ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জেনেভা ক্যাম্পের বোমা আরমান গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
জেনেভা ক্যাম্পের বোমা আরমান গ্রেপ্তার  বোমা আরমান

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের জেনাভা ক্যাম্পের চাঞ্চল্যকর রাজ হত্যা মামলাসহ ছয় মামলার অন্যতম প্রধান আসামি মো. আরমান ওরফে বোমা আরমানকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল সোয়া ৬টার দিকে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের চাঞ্চল্যকর রাজ হত্যা মামলাসহ ছয় মামলার অন্যতম প্রধান আসামি বোমা আরমানকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
এমএমআই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।