ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে ইউপি চেয়ারম্যান সাহেদ গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
সিলেটে ইউপি চেয়ারম্যান সাহেদ গ্রেপ্তার

সিলেট: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা সাহেদ আহমদ মুছাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার গোয়ালাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোয়ালাবাজার থেকে পোশাক ও সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী একটি দল চেয়ারম্যানকে আটক করে। আটকের পর তাকে ওসমানীনগর থানায় পরে  গোলাপগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, গ্রেপ্তারের পর সাহেদ আহমদ মুছাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর থেকে ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছার অপসারণের দাবিতে কিছু শিক্ষার্থী ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ শুরু করেন।

পরে শিক্ষার্থীদের আরেকটি পক্ষ চেয়ারম্যানকে অপসারণ না করার দাবিতে শুরু করেন মিছিল। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে স্থানীয়রা এসে উভয়পক্ষকে বুঝিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামন থেকে সরিয়ে দেন। পরবর্তীতে আন্দোলনকারী একপক্ষ সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর টোল প্লাজায় অবস্থান নেয়।

অপর পক্ষ সাদিপুর সেতুর পাশে অবস্থান নিয়ে বিকালে চেয়ারম্যান সাহেদ আহমদ মুছাকে স্বপদে বহাল রাখার দাবিতে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার বরাবর স্বারকলিপি প্রদান করেন।

পুলিশ জানায়, চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গোলাপগঞ্জ থানায় গত ২৩ আগস্ট দায়ের হওয়া একটি মামলার আসামি। যে কারণে গোলাপগঞ্জ থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।