ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিটার চুরি করে চিরকুটে লিখে রাখে মোবাইল নম্বর, ফোন দিতেই টাকা দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
মিটার চুরি করে চিরকুটে লিখে রাখে মোবাইল নম্বর, ফোন দিতেই টাকা দাবি

নাটোর: নাটোরের লালপুরে অভিনব কায়দায় রাতের আঁধারে দুটি বৈদ্যুতিক মিটার চুরি করেছে দুর্বৃত্তরা। এসময় তারা যোগাযোগের জন্য লিখে গেছে চিরকুট।

সেখানে দেওয়া হয়েছে ফোন নম্বর।  

পরে ওই মোবাইল নম্বরে কল দিলে বিকাশে ছয় হাজার টাকা দাবি করেছে দুর্বৃত্তরা। দাবিকৃত টাকা পাঠালে মিটার ফেরত দেওয়া হবে বলে জানানো হয়।

শুক্রবার (৮ নভেম্বর) ভোরে উপজেলার সালামপুর ও সাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এমন চুরির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী ব্যক্তিরা হলেন, সালামপুর গ্রামের আবুল হোসেন (৫০) ও সাইপাড়া গ্রামের তুহিন (৩৫)।  

এ ব্যাপারে আবুল হোসেন ও তুহিন জানান, সকালে সালামপুর বাজার সংলগ্ন রাইস মিলে দেখতে পান দুর্বৃত্তরা মিটার চুরি করে নিয়ে গেছে। একই সঙ্গে মিটারের বোর্ডে একটি চিরকুটে মোবাইল নম্বর ০১৯৮৯০২৪৮০৬ দিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। পরে চোরের রেখে যাওয়া নম্বরে যোগাযোগ করলে অজ্ঞাত ব্যক্তি ছয় হাজার টাকা দাবি করে। দাবিকৃত টাকা দিলে মিটার ফেরত দেওয়া হবে বলে জানানো হয়।

এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক রেজাউল করিম বাংলানিউজকে বলেন, একটি সংঘবদ্ধ চক্র এ কাজগুলো করছে। তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি মিটার চুরি ঠেকাতে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ঘটনা তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।