ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুর থানার পাশে পড়ে থাকা লাল ব্যাগে ছিল ১০টি গুলি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
মোহাম্মদপুর থানার পাশে পড়ে থাকা লাল ব্যাগে ছিল ১০টি গুলি

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানার দক্ষিণ পাশের প্রাচীর সংলগ্ন এলাকায় পড়ে থাকা একটি লাল ব্যাগ থেকে পাওয়া গেল শটগান ও চায়নিজ রাইফেলের গুলি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ এসব গুলি উদ্ধার করে।

 

ব্যাগটিতে ছিল, ১২ বোর শটগানের ছয়টি সিসা গুলি, ৭.৬২ চায়নিজ রাইফেলের একটি গুলি, একে.২২ রাইফেলের তিনটি গুলি ও পুলিশের একটি মনোগ্রাম।

সোমবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে, রোববার রাতে মোহাম্মদপুর থানার দক্ষিণ পাশের প্রাচীর সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, তারা গোপন সূত্রে জানতে পারে, থানার দক্ষিণ পাশের প্রাচীর সংলগ্ন স্থানে একটি লাল রঙের ব্যাগ দীর্ঘক্ষণ ধরে পড়ে আছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু থাকতে পারে।

এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের টহলদল ওই স্থানে লাল রঙের ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করে। উদ্ধার গুলি সম্পর্কে তদন্ত ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এজেডএস/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।