ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলাকারী আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলাকারী আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর কলাবাগানে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির কলাবাগান থানা পুলিশ।  

তারা হলেন- কাউছার হাওলাদার (৫৫) ও হাসান আল-রোমান (৩২)।

এদের মধ্যে কাউছার কলাবাগান থানা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও হাসান আল রোমান নিউ মডেল ডিগ্রি কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি।

কলাবাগান থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ মিছিল পান্থপথ সিগন্যাল থেকে সায়েন্স ল্যাবরেটরির উদ্দেশে রওয়ানা করে। দুপুরের দিকে গ্রিন লাইফ হাসপাতালের সামনে পৌঁছালে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায়। তাদের হামলায় ভিকটিম কলাবাগান থানার শ্রমিক দলের সভাপতি রাসেল হাওলাদার (৩৮), ১৬ নম্বর ওয়ার্ড কলাবাগান থানার দপ্তর সম্পাদক মো. রিয়াজ (৩৫) ও কলাবাগান থানার কৃষক দলের ওসমান গণি (৩৩) গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় কাজী ইয়াদ মইনুদ্দিন বাদী হয়ে ৭ নভেম্বর কলাবাগান থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।

থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (১০ নভেম্বর) রাতে কলাবাগান বাসস্ট্যান্ড থেকে কাউছার ও হাসান আল-রোমানকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।