চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ নেতা ফখরুদ্দিন আলী আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাইমচর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন।
ফখরুদ্দিন আলী আহমেদ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাইমচর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
হাইমচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন বলেন, সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আলগী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যুক্ত ছিলেন। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) তাকে চাঁদপুর আদালতে পাঠানো হবে।
জানা গেছে, হাইমচর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটোয়ারীসহ ৪৩ জনের নাম উল্লেখ করে এজাহারভুক্ত ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক আহছান হাবিব বাদী হয়ে হাইমচর থানায় মামলাটি দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
আরএ