ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীর ৫ থানার ওসি বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
রাজধানীর ৫ থানার ওসি বদলি ডিএমপি

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা, শেরেবাংলা নগর, মতিঝিল, কাফরুল ও কোতয়ালী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়াও ১০ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

এদের ভেতর শ্যামপুর থানার তদন্ত মো. নাজমুল হোসাইনকে ডেমরা থানার ওসি, হাতিরঝিল থানার তদন্ত মোহাম্মদ গোলাম আজমকে শেরেবাংলা থানায়, ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের মেজবাহ উদ্দিনকে মতিঝিল থানায়, হাজারীবাগ থানার তদন্ত মো. তৈয়বুর রহমানকে কাফরুল থানায় এবং ডিবির মো. রেজাউল করিমকে কোতয়ালী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ডেমরা থানার ওসি ইলিয়াস হোসেনকে প্রসিকিউশন বিভাগে, শেরেবাংলা নগর থানার ওসি মোজাম্মেল হককে প্রসিকিউশন বিভাগে, মতিঝিল থানার মো. মহিবুল ইসলামকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারন্যাল ইনভেস্টিগেশন বিভাগে, কাফরুল থানার কাজী গোলাম মোস্তফাকে প্রসিকিউশন বিভাগে এবং কোতয়ালী থানার ওসি মু. এনামুল হাসানকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারন্যাল ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এমএমআই/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।