ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রিটিশ মেডিকেল টিমের সেবা পরিদর্শনে সারাহ কুক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
ব্রিটিশ মেডিকেল টিমের সেবা পরিদর্শনে সারাহ কুক সারাহ কুক

ঢাকা: টিম জুলাই-আগস্ট বিক্ষোভের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।  

বুধবার (১৩ নভেম্বর) তারা নিটোর পরিদর্শন করেন।

 

যুক্তরাজ্যের অভিজ্ঞ মেডিকেল দলের সদস্যরা ৫ নভেম্বর থেকে শুরু করে কয়েক ডজন আহত ছাত্রকে চিকিৎসা পরামর্শ  দিয়েছেন। প্রতিদিন দুই থেকে তিনটি জটিল অস্ত্রোপচার, ফিজিওথেরাপি ও পুনর্বাসন সহায়তা দিচ্ছেন তারা।

সারাহ কুক বলেন, স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন পরিদর্শন করেছি। বাংলাদেশের তরুণদের সহসিকতার প্রশংসা করতেই হয়।  

এ সময় হাসপাতালের রোগীদের সঙ্গে কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার।  

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
টিআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।