ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে সৌদি গেলেন বজলুর রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে সৌদি গেলেন বজলুর রহমান বজলুর রহমান

ঢাকা: চতুর্থ গ্লোবাল হাই-লেভেল মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে সৌদি আরব গিয়েছেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) প্রধান নির্বাহী এএইচএম বজলুর রহমান।

বুধবার (১৩ নভেম্বর) বিএনএনআরসি থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।



এতে বলা হয়, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের প্রধান নির্বাহী এএইচএম বজলুর রহমান চতুর্থ গ্লোবাল হাই-লেভেল মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) এবং এএমআর মাল্টি-স্টেকহোল্ডার পার্টনারশিপ প্ল্যাটফর্মের আমন্ত্রণে দ্বিতীয় বার্ষিক সভায় অংশগ্রহণ এবং বক্তৃতা দেওয়ার উদ্দেশ্যে ১৪-১৭ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অবস্থান করবেন।

৪র্থ গ্লোবাল হাই-লেভেল মিনিস্ট্রিয়াল কনফারেন্সের শিরোনাম হলো ‘ঘোষণা থেকে বাস্তবায়ন’। এবারে চারটি মূল থিমকে ঘিরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেগুলো, সার্ভেলেইন্স এবং স্টুয়ার্ডশিপ, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, অ্যাক্সেস অ্যান্ড এফোর্ডএ্যাবিলিটি ও বেটার গ্লোবাল গভর্ন্যান্স।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এএমআর এবং দ্বিতীয় এএমআর মাল্টি-স্টেকহোল্ডার পার্টনারশিপ প্ল্যাটফর্মের প্ল্যানারিতে কর্তৃপক্ষীয় সংস্থাগুলোর সাথে ব্যাক-টু-ব্যাক বৈঠক অনুষ্ঠিত হবে।

২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে হাই লেভেল মিটিংয়ে গৃহীত পদক্ষেপগুলো গুরুত্বসহকারে বাস্তবায়নের ওপর দৃষ্টি নিবদ্ধ করা হবে। ২০২০ সাল থেকে বিএনএনআরসি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের (এএমআর) ক্ষতি ও প্রবণতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং যোগাযোগের জন্য জাতিসংঘ এবং নাগরিক সমাজের সংগঠন ও মিডিয়ার প্রচেষ্টায় সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।