ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় পানের বরজের পাশে পড়েছিল নারীর অর্ধগলিত মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
চুয়াডাঙ্গায় পানের বরজের পাশে পড়েছিল নারীর অর্ধগলিত মরদেহ 

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি-বোয়ালমারি মাঠ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে হাজরাহাটি-বোয়ালমারি মাঠে পানের বরজে কাজ করতে আসেন শ্রমিকরা। এসময় পান বরজের পাশে এক নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে জানায়। পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে ঘটনার পরপরই চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সিআইডির ক্রাইমসিনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, সকালে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মরদেহ দেখে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।