ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বাধীন গণমাধ্যম ছাড়া স্বাধীনতা অর্থবহ হয় না: মাহমুদুর রহমান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
স্বাধীন গণমাধ্যম ছাড়া স্বাধীনতা অর্থবহ হয় না: মাহমুদুর রহমান 

নীলফামারী: দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মাহমুদুর রহমান বলেছেন, স্বাধীনতাকে অর্থবহ করতে হলে গণমাধ্যম পরিপূর্ণ স্বাধীন হওয়া জরুরি। মুক্ত গণমাধ্যম ছাড়া গণতন্ত্রও সুসংগঠিত হয় না।

তাই গণমাধ্যমের স্বাধীনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের গণমাধ্যমগুলোর প্রায় সবগুলোই কর্পোরেট। যে কারণে এই মিডিয়া হাউসগুলো শুধু বাণিজ্যিক দিক বিবেচনা করে গণমাধ্যম পরিচালনা করে চলেছে। ফলে সাংবাদিকতার মূল লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে আমরা ব্যর্থ হয়েছি। আর এজন্যই এ দেশে বার বার গণতন্ত্রের বিপর্যয় ঘটেছে।  

তিনি আরও বলেন, স্বৈরাচারী ফ্যাসিস্টরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে তাদের স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। মালিক সম্পাদকদের দোসর বানিয়ে অবৈধ সুবিধা দিয়ে কর্তৃত্ববাদী অপশাসন কায়েম করেছে। এর বিপরীতে যে দেশপ্রেমিক সংবাদমাধ্যম ও প্রকৃত সংবাদকর্মীরা দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিয়েছে শোষকেরা তাদের ওপর খড়্‌গহস্ত হয়ে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে।  

আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, সম্ভবত একমাত্র আমার দেশ পত্রিকাই কর্পোরেটমুক্ত। যে কারণে আমার প্রতিনিধিরা মন খুলে দেশ ও জনগণের কথা লিখতে পারে। যা ফ্যাসিবাদের জন্য বড় কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তাই শেখ হাসিনা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার দেশসহ প্রকৃত সংবাদ মাধ্যমগুলোর কণ্ঠরোধ করতে প্রকাশনা ও প্রচারণা বন্ধ করে দেয়।  

নতুন স্বাধীনতার সুফল নিশ্চিত করতে এবং গণতন্ত্রকে সর্বক্ষেত্রে সুসংগঠিত করতে আমার দেশ পত্রিকার মাধ্যমে সঠিক সাংবাদিকতা প্রতিষ্ঠিত করা হবে। এ লক্ষ্যে আগের মতোই সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। যাতে দেশ ও জনগণের কথা বস্তুনিষ্ঠভাবে উঠে আসে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রাপ্তরা সে অনুযায়ী সুশাসন দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে।

রংপুরে ‘কেমন গণমাধ্যম চাই’ শীর্ষক উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের উদ্দেশ্যে যাওয়ার পথে সৈয়দপুর, নীলফামারী ও রংপুরের সংবাদকর্মীরা তাকে এসময় ফুলেল শুভেচ্ছা জানান।  

এসময় উপস্থিত ছিলেন- রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি খালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক ও যমুনা টিভি, নয়া দিগন্ত পত্রিকার রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান, যমুনা টিভির স্টাফ রিপোর্টার মাহমুদ হাসান রাফিন, ডেইলি ম্যাসেঞ্জারের নীলফামারী জেলা প্রতিনিধি রিপন শেখ, সাংবাদিক শাহজাহান আলী মনন (দৈনিক আনন্দ বাজার), সাব্বির আহমেদ সাবের (ডেইলি অবজারভার), এম আর মহসিন (আনন্দ টিভি), নয়া দিগন্ত পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি জাকির হোসেনসহ অন্যান্য সংবাদ কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।