ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুরে ময়লার স্তূপে মিলল চাইনিজ পিস্তল

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
মিরপুরে ময়লার স্তূপে মিলল চাইনিজ পিস্তল

ঢাকা: রাজধানীর মিরপুরে ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মি.মি. চাইনিজ পিস্তল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে মিরপুর ৬নং সেকশনের ১ নম্বর ব্লকের এবিএস টাওয়ারের সামনে ময়লার স্তূপ থেকে পিস্তলটি উদ্ধার করে মিরপুর মডেল থানা।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে তিনি আরও জানান, রাত পৌনে ১টার দিকে তরিকুল ইসলাম নামে একজন সিএনজি চালক পথে থাকা কুকুরদের জন্য খাবার নিতে এবিএস টাওয়ারের সামনে ময়লার স্তূপে যান। এ সময় তিনি ময়লার স্তূপে থাকা একটি নীল রঙের ছেড়া গেঞ্জির মধ্যে পিস্তল সদৃশ বস্তু দেখতে পেয়ে মিরপুর মডেল থানায় খবর দেন। সংবাদ পাওয়া মাত্রই মিরপুর মডেল থানার একটি টহল টিম রাত ১টা ৫ মিনিটে ওই ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় ৭.৬২ চাইনিজ পিস্তলটি উদ্ধার করে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।